কোনো কিছুই ঠিকভাবে চলছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ প্রিমিয়ার লিগে পার করছে কঠিন সময়। ৯ ম্যাচে মাত্র ১১ পয়েন্টে ১৪তম স্থানে তারা। ভাগ্য ফেরাতে এবার পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের কোচ রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ম্যানইউ। যদিও স্পোর্তিং লিসবন এখনই ছাড়ছেন না তিনি। নোটিশ পিরিয়ডে কাজ করবেন। ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন ম্যানইউতে। ৩৯ বছর বয়সীর যোগ দেওয়াটা হঠাৎ করেই। প্রথমবার নিয়োগপ্রাপ্ত হয়ে কথা বলেছেন। পর্তুগিজ লিগ মৌসুম চলমান থাকায় ঠিক কীভাবে নতুন ক্লাবে কোচিংয়ের জন্য রাজি হয়েছেন সেটার বিস্তারিত জানিয়েছেন তিনি, ‘আমি প্রশ্ন করেছিলাম মৌসুমের পর যাওয়া সম্ভব কিনা। কিন্তু আমার প্রতি তাদের বার্তা ছিল নাউ অর নেভার।’ আকস্মিকভাবে নতুন ক্লাবের সিদ্ধান্ত নিতে মাত্র তিনদিনই সময় পেয়েছিলেন আমোরিম, ‘সিদ্ধান্ত নিতে মাত্র তিনদিন সময় ছিল। সেভাবেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। যদি প্রস্তাব ফিরিয়ে দিতাম, তাহলে ছয় মাসে সেটা পাওয়ার সম্ভাবনা ছিল না। তাই আফসোস হয় এমন সিদ্ধান্ত নিতে চাইনি।’ আমোরিম জানিয়েছেন, অন্যান্য ক্লাব থেকেও প্রস্তাব এসেছিল। তার মধ্যে একটি ক্লাব তিনবার প্রস্তাব দিয়েছিল। আগামী মঙ্গলবার লিসবনে ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিংয়ের দায়িত্বে থাকবেন আমোরিম। দলটির হয়ে পর্তুগিজ লিগে তার শেষ ম্যাচ হবে ১০ নভেম্বর। প্রতিপক্ষ তার সাবেক ক্লাব ব্রাগা। তার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ডাগআউট সামলাবেন ২৪ নভেম্বর। প্রতিপক্ষ অবনমন শঙ্কায় থাকায় ইপসউইচ।