“সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র্যালি ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া ফারহানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও মৌসুমী হক, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় সমিতির সভাপতি মোতাহার হোসেন ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমূখ।এসময় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।