সহ তাদের হেফাজত হইতে চোরাইকৃত ০১টি ৩২ ইঞ্চি ঝরশড় ঝসধৎঃ খঊউ ঞঠ উদ্ধার, সিআর পরোয়ানাভুক্ত আসামি ০২ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় আসামি ০৫ জন, সর্ব মোট- ১০ জন আসামি গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক এর সার্বিক দিক নির্দেশনায়, এবং চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে ও এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শাহাজাহান সঙ্গীয় ফোর্সসহ গত - ০১/১১/২৪ ইং তারিখ চাটখিল থানা এলাকা হতে মোঃ লিমন হোসেন (২১), ২. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ হেঞ্জু মিয়া (৪১), মোঃ আল মাহমুদ নাইম (২০) তাদের সকলের বাড়ি চাটখিল। এ সময় তাদের কাছ থেকে বাদীর চোরাইকৃত ০১টি ৩২ ইঞ্চি ঝরশড় ঝসধৎঃ খঊউ ঞঠ উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। এএসআই (নিরস্ত্র) মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর- ৭৯/২৪ (বাড্ডা) এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ হাসান মাহমুদ নিউটনকে গ্রেপ্তার করা হয়। এএসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর- ৩১৫/২৪ এর পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।, এসআই (নিরস্ত্র) টুটন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ০১। ফরিদ হোসেন (২৬), ০২। সাদ্দাম হোসেন ০৩। সাইফুল ইসলাম টিপু (২৪) ০৪। মোঃ নাজিম উদ্দিন ০৫। মোঃ জনি (১৯), তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।