নীলফামারীর সৈয়দপুরে একই রাতে শহরের তিন দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা দোকানের তালা কেটে প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ১ নবেম্বর রাতে এ চুরির ঘটনা ঘটে শহরের নতুন বাবুপাড়ার সমিল সংলগ্ন দুইটি ফ্লাক্সি দোকান এবং কলিম মোড়ের পাশে একটি মুদি দোকানে। এ এম গ্রন্থাগার দোকান মালিক এন্টোনী মন্ডল জানান, তিনি ফ্লাক্সি লোড ব্যবসা করেন। প্রতিদিনের ন্যায় ১ নবেম্বর রাত প্রায় সাড়ে ৯ টার সময় দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখতে পান দুটি তালাই নেই। খোলা অবস্থায় দোকান রয়েছে। ভেতরে গিয়ে দেখেন তার ক্যাশ বক্স খোলা, সেখানে রাখা নগদ ১ হাজার ৫শ টাকা নেই। এদিকে দোকানে রাখা এম বি ও মেমোরি কার্ড নেই। যার আনুমানিক মুল্য ১০ হাজার টাকা হবে। ওই দোকান থেকে প্রায় ৩শ গজ দুরে মা ভ্যারাইটিজ স্টোরেও চুরির ঘটনা ঘটে। ওই দোকান মালিক মোঃ মোস্তফা কামাল জানান,তার দোকানের তালা কেটে ক্যাশে রাখা ৩ হাজার টাকা ও ৫ হাজার টাকার মিনিট ও এম বি কার্ড নিয়ে যায়। এদিকে সোহেল স্টোরেও ঘটে চুরির ঘটনা। দোকান মালিক সোহেল জানান,একই কায়দায় তালা কেটে চুরি করে। তার দোকান থেকেও ৫ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে দোকান মালিক মোস্তফা কামাল বলেন,একই রাতে তিন দোকানে চুরি। একই ব্যক্তি এ চুরির সাথে জড়িত। কারণ চুরির ধরন একই স্টাইলে। তিনি শহরে পুলিশি টহল বাড়ানোর দাবি জানান।