" সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য রেলী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপরে দিবসটির প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা সুস্মিতা গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। এ সময় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সমবায় সংগঠনের অসংখ্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল দুইটি সমবায় সংগঠন এবং একজন সমবায়ী ব্যক্তিকে ক্রেস্ট প্রদান করা হয়।