চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে সনাতন ধর্মাবলীদের দীপাবলি উৎসব পরিদর্শন করেছেন চাঁদপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন (অধিনায়ক, ২১, বীর, বাংলাদেশ সেনাবাহিনী)। বৃহস্পতিবার সন্ধ্যায় কালী পূজার দীপাবলি উৎসবে উপস্থিত হন। এ সময় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, নির্বাহী কমিটির সদস্য লিটন মজুমদার, পৌর কমিটির সভাপতি নেপাল সাহা, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর-এর সভাপতি পরেশ মালাকার, সহ-সভাপতি মানিক ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সেনা কর্মকর্তা পূজারীদের শুভেচ্ছা জানান এবং পূজা পরিদর্শনে আসায় পূজা পরিষদ নেতৃবৃন্দ তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।