গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, আওয়ামী স্বৈরাচারী সরকার বিগত দিনে যে ভাবে দেশব্যাপী স্টিম রোলার চালিয়েছে এ দেশের ছাত্র জনতা পাই পাই করে বুঝিয়ে দিয়েছে। এজন্য কেউ নির্বাসনে কেউ কারাগারে রয়েছে। আওয়ামী লীগের 'আ' পর্যন্ত খোঁজে পাওয়া যাচ্ছে না। এটাই বাস্তবতা। আমরা বহুদিন ধরে বলে আসছি এ পলায়নপর স্বৈরাচার শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের মত একটি দল কিভাবে শেষ হয়ে গেলো, আমাদের চোখের সামনে সেটা দেখতে পাচ্ছি। আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। তিনি ১ নভেম্বর শুক্রবার বিকালে কাপাসিয়ার টোক সূর্যবালা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে টোক ইউনিয়নের 'আমরা জিয়ার সৈনিক প্রবাসস্থ অনলাইন ফোরামের উদ্যোগে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্'র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত এসব কথা বলেন। আমরা জিয়ার সৈনিক প্রবাসস্থ অনলাইন ফোরামের সভাপতি রবিন হাসানের সভাপতিত্বে ও টোক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন, টোক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক শামসুল হক রুকন, টোক ইউনিয়ন বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, টোক ইউনিয়ন ছাত্রদল সভাপতি তসলিম উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মামুন প্রমূখ। এ সময় বক্তারা বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর কে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে তা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুনভাবে সাজিয়ে তুলতে সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।