অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিতোষ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল আলম মিলন। বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সর্বমোট ১১২৮টি ভোটের মধ্যে ১০১৩টি ভোট কাস্টিং হয়েছে। যা মোট ভোটারের ৮৯.৮০ %। এ নির্বাচনে সভাপতি পদে পরিতোষ কুমার ঘোষ ৫১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ৪৭৭ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নাজমুল আলম মিলন ৫৫৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুল ইসলাম ৪৪৮ ভোট পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মাসুদ রানা ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হাসান ৪৬৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম ৫১৭ ভোট ও সদরুল আলম ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াছিন আলী ৪৬৩ ভোট ও আবদুস সেলিম ৩৮৮ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে হাদিউজ্জামান বাদশা ৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এসএম নাসির উদ্দীন ১০১ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে হাফিজুল ইসলাম ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইলিয়াস কবির ৪৩৩ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে শামীম হোসেন ৫৫৯ ভোট, আজহার মাহমুদ ৫২১ ভোট ও আবদুর রশিদ ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুস সাত্তার ৩৯৯ ভোট, ইমরান হোসেন ৩৭৩ ভোট ও কবিরুল ইসলাম ৩৫৪ ভোট পেয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে মোঃ নাসির উদ্দীন, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মেহেদী হাসান, কাস্টমস সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি, বর্ডার সম্পাদক পদে আব্দুল্লাহ আতিকুর, বন্দর সম্পাদক পদে আরিফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে সোহেল রানা সাগর নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা পরিষদের প্রিজাইডিং অফিসার জিএম আবদুর রকিব আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকালীন এবং ফলাফল ঘোষণার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা সুন্দর পরিবেশে ভোট দিশে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।