শরণখোলায় বৃহস্পতিবার সকালে সুন্দরবনের জেলে মৎস্যজীবিরা মানববন্ধন করেছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে জেলে মৎস্যজীবিরা এ মানববন্ধন করেন। বৃহস্পতিবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন শরণখোলা বাজারে অনুষ্ঠিত শতাধিক জেলে মৎস্যজীবির মানববন্ধনে বক্তারা বলেন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান একজন দক্ষ পরিশ্রমী সৎ এবং জেলে বান্ধব বন কর্মকর্তা। তিনি শরণখোলা রেঞ্জে যোগদানের পরে চোরাশিকারীদের অপতৎপরতাসহ অভয়ারণ্যে মাছধরা বন্ধ হয়ে গেছে। জেলেরা তার কাছ থেকে সব সময় মানবিক আচরণ ও সহায়তা পেয়েছেন। সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে মাছধরা চক্র তাদের সুবিধা হাসিল করতে না পেরে কতিপয় দুর্ণীতিবাজ বন কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে বর্তমান এসিএফ মাহবুব হাসানকে বদলীর আদেশ করিয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করে বলেন জেলে মৎস্যজীবিরা। তারা রেঞ্জ কর্মকর্তার বদলীর আদেশ বাতিলের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন। মানববন্ধনে জেলে মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল আলম তুহিন বয়াতী, ফেরদাউস মাহমুদ, খোকন হাওলাদার, আনোয়ার হোসেন চাপরাশী, মন্টু মিয়া প্রমূখ।