রংপুরের পীরগাছা উপজেলার সুখানপুকুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তিন শতাধিক গ্রামবাসীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় সুখানপুকুর বাজারের সংস্থার কার্যালয়ে এসব গাছের চারা বিতরণ করা হয়। বাড়ির পাশে বাগ-বাগিচা, আম-কাঁঠালের গাছ, ফল দেবে, ফুল দেবে, ছায়া বারো মাস এ প্রতিপাদ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ মোস্তাফিজার রহমান রেজা। এ সময় সংস্থার সভাপতি ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক জুয়েল মন্ডল, দেবী চৌধুরাণী ডিগ্রী কলেজের প্রভাষক আফজাল হোসেন, বিএনপি নেতা আবু ইউছুব চন্দন, সমাজসেবক আবদুল মাজেদ, আমজাদ হোসেন ও আজগার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমরা এই এলাকার সকল গরীব-অসহায় মানুষের কল্যাণে কাজ করবো। মানুষের জীবনমান উন্নয়নে এজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা চাই সবুজ-শ্যামল এই বাংলায় গরীব-অসহায় মানুষের পাশে দাড়াতে।