ডুমুরিয়ার বয়াসিঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে নিখিল মন্ডল (১৫) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। সে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা প্রশান্ত মন্ডল বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় এবং অভিযোগ সুত্রে জানা গেছে, বাদী প্রশান্ত মন্ডলের সাথে একই এলাকার কুমুদ মন্ডল (৫৫) গংদের সাথে বয়ারসিং মৌজায় লীজ ঘেরের মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে পূর্বপরিকল্পিত ভাবে নিমাই মন্ডল (৩৫) বলয় মন্ডল (২৫) ও কুমুদ মন্ডল (৫৫) সংঘবদ্ধ জনতা বেআইনী ভাবে ঘের থেকে মাছ ধরে বাড়ি ফেরার সময় পথিমধ্যে নিখিল মন্ডল ও তার পিতা প্রশান্ত মন্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় কারণ জানতে জানতে চাইলে বিবাদী নিমাই মন্ডলসহ ৩/৪ জন তাদের হাতে থাকা বাঁশের লাঠি হাতে নিয়ে অর্তিকিত হামরা চালিয়ে বেদম মারপিট করে। ঠেকাইতে গেলে পিতা প্রশান্ত মন্ডল মারপিটের শিকার হন। এতে শরিরের বিভিন্ন স্থানে আঘাত লেগে নীলা ফুলা ও রক্তাক্ত জখম হয়ে গুরতর আহত হয় নিখিল মন্ডল। স্থানীয় লোকজন আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনা প্রসংগে নিমাই মন্ডল বলেন,বড় ধরনের কোন মারমারি হয়নি। দুই পক্ষের তর্কবিতর্ক ধাক্কা ধাক্কীর ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।