নতুন বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। সফরে দুইটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলবে অজিরা। টেস্ট সিরিজটি আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অন্তর্গত। আইসিসির বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে ভালোভাবেই টিকে রয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অজিদের পয়েন্ট ৬২.৫%। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা লঙ্কানদের পয়েন্ট ৫৫.৫৬%। শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬২.৮২। আসন্ন বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের পর অবশ্য এই স্থান এবং পয়েন্টে বেশ ভালো রকমের পরিবর্তন আসবে বলেই ধারণা করা যাচ্ছে। ২০২৫ সালের জুনে লর্ডসে মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দুই টেস্টের দুটি ম্যাচই মাঠে গড়াবে গলে। ২৯ জানুয়ারি মাঠে গড়াবে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৬ ফেব্রুয়ারি গলেই শুরু হবে দ্বিতীয় টেস্ট। এছাড়া সফরের একমাত্র ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে ১৩ ফেব্রুয়ারি। ওয়ানডে ম্যাচের ভেন্যু অবশ্য এখনও প্রকাশ করা হয়নি। সিরিজে অংশ নিতে ২০ জানুয়ারি শ্রীলঙ্কায় পা রাখার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের সর্বশেষ আসর মাঠে গড়িয়েছিল ২০১৭ সালে, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।