তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর এভিন লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ে বৃষ্টিবিঘিœত ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে গুদাকেশ মোটির দ্র্দুান্ত বোলিংয়ে ২০৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে এভিন লুইসের ৯৪ রানের ইনিংসে সহজ জয় পায় ক্যারিবীয়রা। অ্যান্টিগায় টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ফিল সল্ট ও উইল জ্যাকসের ব্যাটে শুরুটা ভালোই ছিল ইংল্যান্ডের। তবে বড় স্কোর গড়তে পারেননি কেউই। শীর্ষ ছয় ব্যাটার থিতু হয়েও পাননি ফিফটির দেখা। দলীয় ৩৯ রানে সল্টকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম উইকেট এনে দেন জেডেন সিলস। তার ব্যাট থেকে আসে ১৮ রান। নিজের করা এর পরের ওভারেই আরেক ওপেনার জ্যাকসকে ফেরান সিলস। এরপর ৪০ রানের জুটি গড়েন অভিষিক্ত জর্ডান কক্স ও জ্যাকব বেথেল। ব্যক্তিগত ১৭ রানে কক্সকে ফেরান ম্যাথু ফোর্ড। ফোর্ডের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন বেথেল। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে তিনটি চারের সাহায্যে ২৭ রান।এরপর এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারানের ব্যাটিংয়ে ইনিংসের সবচেয়ে বড় জুটির দেখা পায় ইংল্যান্ড। ৭২ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় স্কোরের আশা দেখাচ্ছিলেন তারা। তবে গুদাকেশ মোটির বোলিংয়ে সফরকারীদের চেপে ধরে ক্যারিবীয়রা৷ দলীয় ১৬৫ রানে লিভিংস্টোনকে ফিরিয়ে নিজের প্রথম উইকেটের দেখা পান মোটি। ৪৯ বলে তিনটি চার ও দুই ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ডের পুরো ইনিংসেও ছক্কা মাত্র দুইটি। এরপর মোটির দারুণ বোলিংয়ে ধস নামে ইংলিশদের ইনিংসে। একে একে ফিরে যান মাউসলি, ওভারটন, স্যাম কারান। কারানের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৩৭ রান। শেষ পর্যন্ত ২৯ বল বাকি থাকতেই ২০৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার গুদাকেশ মোটি। দুইটি করে উইকেট শিকার করেন ম্যাথু ফোর্ড, জেডেন সিলস ও আলজারি জোসেফ।জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। যেন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেন এভিন লুইস। লম্বা সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন না। প্রায় তিন বছরেরও বেশি সময় পর মাঠে ফিরে গত সপ্তাহে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ৬১ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস। এবার একই ধারা ধরে রাখলেন ইংল্যান্ডের বিপক্ষেও। প্রথম তিন ওভারে সাবধানী শুরু করেন এভিন লুইস ও ব্র্যান্ডন কিং তোলেন মাত্র ৯ রান। চতুর্থ ওভারের শেষ বলে জন টার্নারকে ছয় মেরে আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু করেন লুইস। এরপর তুলে মারতে শুরু করেন জফরা আর্চার, স্যাম কারেন আর আদিল রশিদদেরও। ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ৪৬ বলে পূর্ণ হয় লুইসের ফিফটি। এরপর ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। সেসময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল বিনা উইকেটে ৮১ রান। বৃষ্টি বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭ রান। স্বাগতিকদের জন্য কাজটা সহজ করে দেন দুই ওপেনার। বিশেষ করে এভিন লুইস। লুইসের বিধ্বংসী ব্যাটিংয়ের যেব দর্শক হয়ে ছিলেন ব্র্যান্ডন কিং। ৫৬ বলে ৩০ রান করে কিং আউট হলে ভাঙে লুইস ও কিংয়ের ১১৮ রানের উদ্বোধনী জুটি। ফিফটি পূর্ণ করার পর আরও শানিত হয়ে ওঠে লুইসের ব্যাট। শেষ পর্যন্ত তিনি থামেন লক্ষ্য থেকে ১৩ রান দূরে। ৬ রানের জন্য টানা দ্বিতীয় সেঞ্চুরি হাতছাড়া হয় তার। তার আগে ৬৯ বলে খেলেন আটটি ছক্কা ও পাঁচটি চারে সাজানো ৯৪ রানের দুর্দান্ত ইনিংস। এরপর অধিনায়ক শাই হোপকে (১০ বলে ৬*) নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন কেসি কার্টি (২০ বলে ১৯*)। ৫৫ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচসেরা হয়েছেন চার উইকেট শিকার করা গুদাকেশ মোটি।