“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" স্লোগান-কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নানা অনুষ্ঠানের আয়োজন করেন। শুক্রবার সকালে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী শেষে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মণিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক-এর সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, অধ্যাপক মুহিববুল্ল্যাহ, সহকারী যুব উন্নয়ন অফিসার সুব্রত সিংহ, নাজমা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক ও যুব প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।