ভোলার দৌলতখানে জাতীয় যুব দিবস নানা কর্মসূচীন মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র ্যা লি আলোচনা সভা ও সনদ বিতরণ। দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার ১ নভেম্বর দৌলতখান উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ভবানীপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।