লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ সভর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন, উপজেলা জামায়াত আমীর মাওলানা আবদুর রহিম, জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, প্রেসক্লাব সভাপতি মো. রেজাউল হক, এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দসহ বিভিন্ন ক্যাটাগরি প্রশিক্ষনার্থীবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সভা সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আফসারুল হাসান। আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন যুবদিবসের অঙ্গিকার নিয়ে শপথ পাঠ করান, পরে সাত জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়, দশজন উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়, এবং নতুন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন উদ্বোধন করা হয়।