“দক্ষ যুব গড়বে দেশ’ বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় র্যালী, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও চেক বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন, উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.নুরুজ্জামান, আগৈলঝাড়া প্রেসক্লাবের আহ্বায়ক সরদার হারুন রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুমসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ২৩ জন যুবক ও যুবতীদের মাঝে ২৩ লক্ষ টাকার চেক ও প্রশিক্ষনের সনদপত্র বিতরণ করা হয়েছে।