'দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ' এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা,শপথ বাক্য পাঠ,যুব ঋণের চেক,প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা যুব উন্নয়ন দপ্তরের সহকারি পরিচালক বদিউজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ মনিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী প্রশান্ত পাল। আরো বক্তব্যদেন পরিচ্ছন্ন বাংলাদেশ(বিডি ক্লিন)খুলনা জেলা শাখার শহিদুল ইসলাম লিটন,জাকিয়া সুলতানা,মিরজুল ইসলাম,জান্নাত ইসলাম, ডুমুরিয়া উপজেলা শাখার সমন্বয়ক সাদ্দাম হোসেন সাগর,মেহেদি হাসান তুহিন, রিফাত হাসানসহ অন্যান সদস্যবৃন্দ। শেষে অতিথিবৃন্দ চেক ও সনদ পত্র বিতরণ করেন।