কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১ টায় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসি ল্যান্ড মোঃ ফয়সাল আহাম্মেদ,ডাক্তার শামসুল আরেফিন সুলভ, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন, প্রকৌশলী মোঃ আবদুল মান্নান, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আবদুল বাকী। আয়োজিত এ আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটি সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় দৌলতপুরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির নবরতি ঘটায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়। শেষে মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।