রাজশাহীর তানোরে বিএনপির দু'গ্রুপের মধ্যে সমঝোতা, উৎফুল্লতায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে কর্মীদের মাঝে। দীর্ঘদিন ধরে দু'ভাগে বিভক্ত ছিলো বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে। এর আগে ৫ আগষ্টের পর থেকে বিএনপিতে ঐক্যের গুনজন শোনা যাচ্ছিলো। হাই কমান্ডের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশে সমঝোতা হয়েছে বলে দলীয় একাধিক নেতাকর্মিরা জানান। বৃহস্পতিবার দুপুরে বেরা ১১টার দিকে তানোর গোল্লা পাড়াস্থ বিএনপির দলীয কার্যালয়ে দু'পক্ষের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতা কর্মিদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা হয়। সমঝোতার বৈঠক শেষে সকল নেতাকর্মরা একত্রে গুবির পাড়াস্থ বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও তানোর পৌর সভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের আমন্ত্রনে দুপুরের লাঞ্চ করেন। সমঝোতা সভায় উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী। তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপি বিএনপির সবাপতি আধ্যাপক মজিবুর রহমান, করমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, ওবাইদুর রহমান, মাহাবুর রহমান, জাইদুর রহমান, খলিলুর রহমান, ফিরোজ কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সভাপতি সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগন উপস্থিত ছিলেন।