আশাশুনিতে উপজেলা কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আশাশুনি বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক মোঃ সালাহ উদ্দীন লিটন। প্রধান বক্তা ছিলেন, জেলা সদস্য সচিব রবিউল ইসলাম রবি। উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব আঃ কাদের ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহ্বায়ক শেখ আঃ রশিদ, তুহিন উল্লাহ তুহিন, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আক্তারুজ্জামান, সাদিক আনোয়ার ছট্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন, শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আঃ রহিম, ছাত্র দলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক আছাদ হোসেন, কৃষক দল নেতা অলিউল ইসলাম টুটুল, লেকবার মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলার ১১ ইউনিয়নের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।