ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পিডিবি’র উপসহকারী প্রকৌশলী আতিক উল্লাহকে ৩ ঘন্টা অফিসে অবরূদ্ধ করে রেখেছেন অস্থায়ী কর্মচারী আল-আমিন ও কয়েকজন গ্রাহক। স্বাধীন নামের গ্রাহকের বৈধ মিটার না দেয়ার প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে প্রকৌশলী সরাইলকে নিয়ে অশ্লিল ভাষা কটাক্ষ করেন। এতে ক্ষীপ্ত হন আল-আমিনসহ কয়েকজন গ্রাহক। তারা আতিক উল্লাহকে এর জবাব পাবেন বলে বেড়িয়ে আসেন। বিষয়টি জেনে সকলকে ডেকে আতিক উল্লাহকে ভর্ৎসনা করেছেন নির্বাহী প্রকৌশলী। স্থানীয় পিডিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার অনলাইন পত্রিকায় প্রকৌশলী আতিক উল্লাহর একটি গালিকে ঘিরে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় তিনি অস্থায়ী কর্মচারী আল-আমিনের উপর খুবই ক্ষীপ্ত হন। এরই জের ধরে গত বুধবার সকালে নিজ অফিস কক্ষে আল আমিনকে ডেকে নিয়ে ধমক দিতে থাকেন। কথার এক ফাঁকে আতিক উল্লাহ আল আমিনকে ঘায়েল করার জন্য বলে ওঠেন, ‘সরাইলের মানুষ পা ছাঁটা কুত্তা ও দালাল।’ নিজ জন্ম ভূমিকে নিয়ে একজন সরকারী কর্মকর্তার এমন অশ্লিল কটাক্ষমূলক উক্তি সহ্য করতে পারছিলেন না আল আমিন। অনেক গ্রাহক ও পিডিবি’র কর্মকর্তা কর্মচারির সামনেই আল আমিন চিৎকার করে এর প্রতিবাদ করতে থাকেন। শেষে ওই প্রকৌশলীকে বলে আসেন অফিসে নয়, আপনি বেরিয়ে আসুন অশ্লিল ভাষায় কটাক্ষের জবাব দিব। বেলা ১২টার পর থেকেই আল আমিন আতিক উল্লাহর জন্য সরাইল পিডিবি অফিসের সামনের সড়কে অবস্থান করতে থাকেন। আল আমিনের সাথে যোগ দেন কয়েকজন গ্রাহকও। অবরূদ্ধ হয়ে পড়েন আতিক উল্লাহ। বিষয়টি বুঝতে পেরে অফিস থেকে বের হচ্ছিলেন না ওই প্রকৌশলী। বেলা ১টার পর দুপুরের খাবারের জন্য বাসায় যাওয়ার কথা থাকলেও অবরূদ্ধ হওয়ায় যেতে পারছিলেন না। আড়াইটার দিকে বেরিয়ে প্রধান ফটকের কাছে আসা মাত্র বাহির থেকে প্রকৌশলীর দিকে তেড়ে আসে আল আমিনরা। প্রকৌশলী দ্রƒত গতিতে নিজ অফিসে গিয়ে সকলকে অবরূদ্ধ করে রাখার বিষয়টি জানান। বিষয়টি জেনে বেলা ৩ টার দিকে আল আমিনসহ সকলকে নিয়ে নিজ দপ্তরে বসে আতিক উল্লাহকে ভর্ৎসনা করেন নির্বাহী প্রকৌশলী। ভবিষ্যতে এই ধরণের কর্মকা- না করার নির্দেশ দেন। তখন পরিস্থিতি শান্ত হয়। আল আমিন বলেন, জন্মভূমিকে নিয়ে অশ্লিল কটাক্ষ মোটেও সহ্য করতে পারছিলাম না। আমি চাকরি করি। অন্যায় করলে তিনি আমাকে গালমন্দ ও শাসন করতে পারেন। গোটা সরাইলের মানুষ তো স্থানীয় পিডিবিতে চাকরি করে না। বরং তাদের টেক্সের টাকায় আমাদের বেতন হয়। সরাইল পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আবদুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি আমাকে কেউ বলেনি। আমি পরস্পর শুনে সবাইকে নিয়ে বসেছি। চেয়ারে বসে এমনটি করতে পারেন না। আরো সংযত হওয়ার নির্দেশ দিয়ে শাসন করেছি। বিভিন্ন ধরণের ঝামেলা হয়ে থাকে। ধৈর্য্য ধরে বুঝে শুনে কাজ করতে হবে।