দেশে পাটপণ্যের উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বিদেশে রপ্তানির বিশাল সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগ গ্রহণ করতে পারলে রাষ্ট্রীয় উদ্যোগে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। সম্ভব শিল্প ও জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা।’ পাট শিল্পের উৎপাদন বাড়াতে ও রপ্তানি পণ্য তৈরি করতে বাস্তব সম্মত নীতি গ্রহণ করা প্রয়োজন। পাটশিল্পের হারানো গৌরব পুনরুদ্ধার করার লক্ষ্যে ২০১০ সালে প্রণয়ন করা হয় ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’। পাট খাতকে সুসংহত করতে ২০১৭ সালে ‘পাট আইন’ এবং ২০১৮ সালে ‘জাতীয় পাটনীতি’ প্রণয়ন করা হয়। কিন্তু এর পরও ভালো নেই দেশের পাটকলগুলো। কথা ছিল দ্রুততম সময়ের মধ্যে পাটকলগুলোর আধুনিকায়ন সম্পন্ন করা হবে। কিন্তু দুঃখের বিষয় তার কিছুই বাস্তবে হয়নি। বেশিদিন আগের কথা নয়, ক’দশক আগেও আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত ছিল পাট। তখন দেশের চাহিদা মিটিয়েও ‘সোনালি আঁশ’ পাট বিদেশে রফতানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা হতো। সেজন্য দেশজুড়ে গড়ে উঠেছিল অনেক পাটকল। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা খুলনায় প্রতিষ্ঠিত হয়েছিল বহু পাটকল। কাঁচপুরে ছিল সর্ববৃহৎ পাটকল আদমজী জুটমিল। অখ- ভারতের কলকাতায়ও গড়ে উঠেছিল অনেক পাটকল। আমাদের দেশের পাটকলে তৈরি হতো নানা পাটজাত পণ্য। দেশের উৎপাদিত পাট এসব মিলের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হতো। বাংলাদেশের পাটের সুনামও ছিল ব্যাপক। বিদেশি ক্রেতারা বাংলাদেশের উন্নতমানের পাট কেনার জন্য উদগ্রীব হয়ে থাকতেন। পাটের সেসব সোনালি দিন এখন অতীত। দেশের অধিকাংশ পাটকল পঞ্চাশ বা ষাট দশকে স্থাপিত হয়েছিল। অর্ধশত বছর আগে নির্মিত পাটকলগুলোতে উৎপাদন ক্ষমতা অর্ধেকও নেই। যে পাটকলগুলো এখনো টিকে আছে সেগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রাংশ লাগিয়ে আধুনিকায়ন করা ছাড়া কোনো গত্যন্তর নেই। পরিবেশসম্মত হওয়ায় বিশ্ববাজারে আশার আলো জাগাচ্ছে পাট ও পাটজাত দ্রব্য। প্রাকৃতিক আঁশ বা পাটজাত পণ্যের চাহিদা বিশ্ববাজারে বাড়ছে। এই সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। সঠিক মানের পরিবেশবান্ধব পণ্য তৈরি করা গেলে বিশ্ববাজারে নতুন মাত্রা পাবে পাট। বাংলাদেশের পাটশিল্পের হৃতগৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও যেসব সুযোগ তৈরি হচ্ছে, সেগুলো কার্যকরভাবে কাজে লাগানো গেলে অর্থনীতি শক্তিশালী হবে। সারা পৃথিবী আজ সিনথেটিক পণ্য ব্যবহারের কুফল বুঝতে পারছে। তাই পরিবেশবান্ধব পাটপণ্যের দিকে আবার সবার দৃষ্টি ফিরছে। বিশ্বের এই পরিবর্তিত মূল্যায়নের সুযোগ আমাদের নিতে হবে।