যশোরের ঝিকরগাছায় ধর্ষণ চেষ্টা মামলায় ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার হাসান ইমাম (৩৮) পুলিশের হাতে আটক হয়েছেন। আটক ব্যক্তির বাড়ি বরগুনা জেলায়। ৩০ অক্টোবর বুধবার ইমনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন মালয়েশিয়া প্রবাসী আমিনুর রহমানের স্ত্রী ডালিয়া পারভিন (৩৭)। ধর্ষণ মামলার এজাহারে জানা যায়, মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার নোয়াখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী আমিনুর রহমানের স্ত্রী ডালিয়া পারভীন ৩৭ আর্সেনিক মুক্ত টিউবওয়েল পাওয়ার জন্য সার্ভেয়ার হাসান ইমামের কাছে আসে। সাথে নিয়ে আসেন ডালিয়া পারভীনের ভাইঝি তাবাচ্ছুম ইমা (১৯)কে। তাবাচ্ছুম ইমা, সার্ভেয়ার হাসান ইমামের পূর্ব পরিচিত। পরের দিন বুধবার (৩০ অক্টোবর) সকালে কৌশলে তাবাচ্ছুম ইমা সার্ভেয়ার হাসান ইমামের ওয়াপদা রোডের ভাড়া বাড়িতে নিয়ে যায়। এ সময় সার্ভেয়ার হাসান ইমাম ডালিয়া পারভীনকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ডালিয়া পারভীন ঘর থেকে বেরিয়ে চলে আসে। এ ঘটনা তার স্বামীসহ আত্মীয়-স্বজনের জানালে ওই দিনই ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার হাসান ইমাম এবং তাবাচ্ছুসুম ইমাকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করা হয়। মামলার পর পুলিশ হাশানী ইমামকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, হাসান ইমামকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে। আটক হাসান ইমাম ৫/৬ মাস পূর্বে ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের ছেলে তানভীর সুবহান ইমন এর মাধ্যমে ২৫ লাখ টাকায় সার্ভেয়ার পদে চাকরি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।