মৌলভীবাজার জেলার জুড়ীতে "জুড়ী -বড়লেখার কিংবদন্তি রাজনীতিবীদ ও অবিভক্ত বড়লেখা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং জুড়ী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আসাদ উদ্দিন বটল এর স্মরণে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় একটি কমিউনিটি সেন্টারে আসাদ উদ্দিন বটল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহীন আহমদের সঞ্চালনায় ও সভাপতি এম এ মোহাইমীন শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাবেক বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি মুহিবুর রহমান ফারুক, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী, জুড়ী উপজেলা বিএনপির সনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ - সভাপতি মোস্তাকিন হোসেন বাবুল, আবদুল মুহিত নামর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ, বড়লেখা উপজেলা কৃষকদলের সভাপতি সেলিম আহমেদ, জুড়ী উপজেলা কৃষকদল সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সমাজসেবক হাবিবুর রহমান, বড়লেখা উপজেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রাজা চৌধুরী, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ুম, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সহিবুর রহমান তোয়েল, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাকিম হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক ফাতির আলী, প্রবাসী কল্যাণ সম্পাদক খোরশেদ আলম, কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, বিএনপি নেতা জাইন উদ্দিন, মোশতাক খাঁন, আবদুল হেকিম, আবদুল খালিক, জুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম রতন, জাসাস জুড়ী উপজেলা শাখার মোতাহার হোসেন কামরুল, সদস্য সচিব দেলওয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া শিবলু, যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, জুড়ী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, বহি:বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সদস্য জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়জুর রহমান, যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আসাদ উদ্দির বটল একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। জুড়ী বড়লেখার উন্নয়নে তিনি অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে জুড়ী উপজেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি জীবিত থাকাকালে তিনি আজীবন অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন।