চট্টগ্রামের হাটহাজারীতে ইঁদুর দমনে অভিযান বিষয়ক উদ্বুদ্ধ করন সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কৃষকদের নিয়ে এই সভার আয়োজন করেন। কৃষি সম্প্রসারন অফিস মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর নাহার শারমিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা বাশিদ শাহরিয়ার রিপন ও উপ- সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কান্তি শীল। সভায় ইঁদুরের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে ইঁদুর দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।