রহস্যজনক অগিকান্ডে পুড়ে মারা গেছে স্মতি আক্তার (১৮) এক প্রতিবন্ধী তরুনী। সে শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিল। তবে কীভাব অগিকান্ডর ঘটনা ঘটছ, তা নিশ্চিত করত পারননি স্হানীয়রা। ঘটনার তদন্তে এরইমধ্যে কাজ শুরু করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। ঘটনা স্হান পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভস্টিগশন-পিবিআই ও পুলিশর অপরাধ তদন্ত বিভাগর (সিআইডি) কর্মকর্তারাও। বুধবার চারটার দিকে বেগমগঞ্জের দুর্গাপুর ইউনিয়নর ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে ওই ঘটনা ঘটে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদর ৩নং ওয়ার্ডের সদস্য আবু তাহের বলেন, তাঁর পাশের বাড়িত অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তাদর বাড়ির পাশের মসজিদর খাদেম নামাজ পড়ত উঠে দেখেন একটি ঘরে আগুন জ¦লছে। তখন তিনি চিৎকার দিলে আশপাশের মানুষজন ছুটে আসেন। ততক্ষণ ঘরটি পুরাপুরি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘর থাকা প্রতিবন্ধী তরুণী স্মৃতি আক্তার ততক্ষণ অগিদগ্ধ হয়ে মারা যায়। ইউপি সদস্য আবু তাহের আরা জানান, নিহত স্মৃতি ওই ঘর একা থাকতেন। তাঁর মা মারা যায় কয়েক বছর আগে। তাঁর বাবা মোঃ কামাল হাসান একজন প্রবাসী। একই বাড়িতে পাশর আরকটি ঘরে থাকতেন স্মৃতির সৎমা আফরোজা বেগম। তিনিও আগুন দেখে ঘরের বাইরে বেরিয় আসেন। তবে ঘরটিতে কীভাব আগুন লাগলো, নাকি কেউ আগুন লাগিয়ে দিয়েছে, সেটি তাঁরা বুঝে উঠতে পারছেনা বলে আবু তাহের বলেন। তিনি জানান, পুলিশ ও প্রশাসনর তদন্ত করে নিশ্চয় এর কারণ খুঁজে বের করতপ পারবে। স্হানীয় বাসিদারা জানান, ঘটনার পর বিষয়টি জানাজানি হলে সকালে বেগমগঞ্জ থানা-পুলিশর একটি দল ঘটনা স্হলে আসে। এরপর পিবিআই এবং সিএআইডির আরও দুটি দল ঘটনা স্হান পরিদর্শন করেছে। তবে বেগমগঞ্জের চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কেউ ঘটনাটি জানত না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফরিদ আহমদ। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বসতঘর লাগা আগুন প্রতিবন্ধী এক তরুণীর মত্যুর বিষয়টি নিশ্চিত করছেন। তিনি বলেন, সকালে তিনি বিষয়টি জানার পর ঘটনাস্ল পুলিশ পাঠান। এ ছাড়া পুরা ঘটনার কারণ অনুসন্ধান তাঁর অনুরাধ পিবিআই ও সিআইডির আরও দুটি দল ঘটনাস্ল পরিদর্শন করছে। নিহত তরুণীর লাশ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালর মর্গে পাঠানা হয়েছে। এ ঘটনায় স্বজনদর অভিযাগের আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।