সাতক্ষীরার দেবহাটায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই ভ্রাম্যমান আদালতে সাদা সোনা খ্যাত বাগদা ও গলদা চিংড়িতে অপদ্রব্য পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন। এ ছাড়া একইসাথে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন খাল ও জলাশয়ে অবৈধ নেট পাটা অপসারন করেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার টিকেট গ্রামের মৃত কৃঞ্চপদ সরকারের ছেলে শ্যামল সরকার (৩৬) এর বাড়ির মধ্যে থেকে ৬৫ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি আটক করেন। পরে আটককৃত চিংড়িগুলো উপজেলার পরিষদের সামনে পরিত্যক্ত স্থানে পেট্রোল দিয়ে জ¦ালিয়ে মাটিতে পুতে দেয়া হয়। এ সময় ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, চিংড়ি আমাদের রপ্তানি আয়ের অন্যতম একটা উৎস। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বিদেশে আমাদের বদনাম হচ্ছে। আর সাতক্ষীরা হচ্ছে চিংড়ি উধপাদনের জন্য অন্যতম। তাই আমাদের সুনাম ও এই সম্পদ রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।