বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের অবস্থিত নোয়াখালীর আল বারাকা ( প্রাঃ) হাসপাতালের অডিটোরিয়াম হাসপাতালের চেয়ারম্যানের বশির আহমেদের সভাপতিত্বে ও পরিচালক হাফেজ সফি উল্লাহ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট্য ইসলামি ব্যাক্তিত্ব মাওলনা আলা উদ্দিন, বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জালাল উদ্দীন কলেজের প্রফেসর রহমত উল্লাহ, সেনবাগ প্রেসসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,সাংবাদিক মোরতাসিন বিল্লাহ সবুজ ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর সমন্বযক দাউদ আলম, পরিচালক ইমরান হোসেন, আবদুর রহিম, মোজাম্মর হোসেন, জসিম উদ্দিন সমাজপুরী, ফারভেজ হোসেন ,শায়েস্তানগর দরগা বাড়ি দারুসসালাম ইসলামিয়া মাদ্রাসার মহতামিম মুফতি আবদুল মালেক সমাজী, ডাক্তার নুর আলম সোহাগ, আলোচনা সভার শেষে দোয়া পরিচালনা করেন চৌমুহনী কাছারি বাড়ি মারকাজ মসজিদের ইমাম মাওলানা আবদুল কবির।