পিরোজপুরের কাউখালীতে কালী পূজার প্রতিমা ভেঙ্গে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন প্রতিমা তৈরীর কারিগর সুখরঞ্জন পাল। ঘটনা স্বীকার করায় পুলিশ সুখরঞ্জন পালকে গ্রেপ্তার করেছে। পিরোজপুরের কাউখালীতে সোনাকুরের পাল পাড়ায় কালী পূজার জন্য বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমা তৈরি করে রাখা প্রতিমা গুলো বৃহস্পতিবার সরবরাহের কথা ছিলো। পাল পাড়ায় পূজার প্রতিমা তৈরির কারিগর সুখরঞ্জন পাল (৩০ অক্টোবর) বুধবার রাতে অর্ডারকৃত প্রতিমায় রং তুলির কাজ শেষ করে রাত ২টার দিকে ঘরে ঘুমাতে যায়। এ সময় ছেলের পাশে সুখরঞ্জন ঘুমাবার ভান করে থাকলেও রাত আড়াইটার দিকে ঘুম থেকে উঠে এসে অর্ডারকৃত কালী পূজর মধ্যে একটি কালি পূজার প্রতিমার হাত ভেঙ্গে মাথা ঘুরিয়ে রাখে। ভোরে কালী পূজার প্রতিমা সরবরাহ করার আগে নিজেই প্রতিমা তৈরীর ঘরে এসে ডাকচিৎকার দিয়ে লোকজনকে জড়ো করে বলে যে তার বানানো প্রতিমা ভেঙ্গে ফেলেছে। এ সময় সে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিবেশী ও এলাকার লোকজনকে দোষারোপ করতে থাকে। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দিলে, কাউখালী থানা পুলিশের একটি টিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যায়। প্রথমে সুখরঞ্জন পাল জানান, তার প্রতিপক্ষ চয়ন পাল, বকুল রানী পাল, বাবুল কুন্ডু, কিশোর কুন্ডুসহ ৬-৭ জন মিলে প্রতিমা ভাঙচুর করে। বিষয়টি পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ অভিযোগকারী সুখরঞ্জনের গতিবিধি, কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশ তাকে বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করলে সুখরঞ্জন পাল একপর্যায়ে সকলের সামনে স্বীকার করেন তিনি নিজেই রাত আড়াইটার দিকে প্রতিমা ভাঙচুর করে প্রতিপক্ষদের উপরে দোষ চাপাতে চেয়েছিলেন। সুখরঞ্জন পাল আরো জানান, দীর্ঘদিন প্রতিপক্ষের সাথে জমা-জমি নিয়ে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। সে জায়গা অন্যরা ভোগ দখল করছে কোনভাবেই তাদের ঘায়েল করতে না পেরে প্রতিমা ভাঙচুরের করে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিল। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, অভিযোগকারী সুখরঞ্জন পাল প্রতিমা ভাঙার স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।