নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগের্র সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবদুল আউয়াল। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ আবদুল আউয়াল প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এ সময় সহকারি কমিশনার(ভূমি) নাবিলা ফেরদৌস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি উপজেলা চত্বরে একটি রাবার গাছের চারা রোপন করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।