খুলনা-বরিশাল আঞ্চলিক সড়কের পিরোজপুর উপজেলা চত্বর থেকে বলেশ^র ব্রিজ পর্যন্ত রাস্তার দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পিরোজপুর সড়ক বিভাগ। বুধবার দিনভর ওই অবৈধ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা পাকা-আধাপাকা ও কাঠের তৈরী দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, পিরোজপুর সড়ক বিভাগের অধীন খুলনা-বরিশাল সড়কের পুরনো বাসষ্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ ও এর আশপাশ এলাকায় সড়কের দু’পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা সব ধরনের প্রায় দু’শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ। তিনি জানান এ অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম অব্যহত থাকবে। উচ্ছেদ অভিযানের নেতৃত্বদেন সড়ক ও জনপদ বিভাগের যুগ্ম-সচিব আবদুল লতিফ খান। এসময়ে সওজের কর্মকর্তা ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস এর কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।