ভোলার দৌলতখানে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে মোবাইল ফোনে ফোন করে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ৩০ অক্টোবর প্রতারক চক্রের ফাঁদে প্রতারণায় শিকার জনৈক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টি জানিয়েছেন। একাধিক সূত্র থেকে জানা যায়, প্রতারক চক্রটি সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংস্থার সাহায্য সহায়তা ও চাকরি পাইয়ে দেয়ার নামে এলাকায় প্রতারণা করা আসছে। চক্রটি উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে মোবাইল ফোনে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় করছে। দৌলতখান উপজেলার নতুন মুক্তিযোদ্ধার জন্য আবেদন কৃত ও নতুন গেজেট কৃত বীর মুক্তিযোদ্ধাদের কে কল দিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায় করছে। প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আদায় করে নেয়ায় ভুক্তভোগী একজন বীর মুক্তিযোদ্ধা প্রতারক চক্রেটির বিরুদ্ধে দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে দৌলতখান উপজেলা প্রশাসন থেকে সর্বসাধারণকে প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার, দৌলতখান, ভোলা এর পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন সহায়তা (বিশেষ করে মুক্তিযোদ্ধাদের) পাইয়ে দেয়ার নামে বিভিন্ন নাম্বার থেকে মোবাইলে কল দিয়ে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে। এ ধরণের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। এ ব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী প্রতারক চক্র থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।