বরগুনা সদর উপজেলার সুজার খেয়াঘাট ৭২ মিটার দৈর্ঘ্য গার্ডার ব্রিজের ৭ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকার নির্মান কাজ প্রায় তিন বছরেও শেষ হয়নি। কাজের সময়সীমা ছিল এক বছর। কিন্তু চার বছরে ও ঠিকাদার শেষ করতে পারেনি। ১৩/৪/২০২১ তারিখে পটুয়াখালীর ঠিকাদার আবুল কালাম আজাদের নামে কার্যাদেশ প্রদান করেন বরগুনা এল জিইডি৷ কিছুদিন পরে তিনি বরগুনার ছগির হোসেন নামের ঠিকাদারের কাছে বিক্রি করে দেন। কাজের সমাপ্তিকাল ছিল ১৩/৪/২০২২ তারিখ। এদিকে তিন কোটি ৭০ লাখ ৬ হাজার টাকার বিল তুলে নিয়ে ঠিকাদার বর্তমানে লাপাত্তা। অসমাপ্ত অবস্থায় সেতুর কাজ বছরের পর বছর পড়ে থাকায় ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। এদিকে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে শত শত স্কুল ও মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ ব্রিজের নিচ থেকে চলাচল করছে। জানাগেছে, ব্রিজ নির্মানের সময় এলাকার লোকজন চলাচলের জন্য একটি সাকো তৈরির কথা থাকলে বাস্তবে তা নেই। এলাকাবাসী কোন মতে একটি সাকো কৈরি করে চলাচল করছে। এলাকার বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, সেতুর কাজ শুরু করেই ফেলে রাখা হয়েছে। জীবনের ঝুকি নিয়ে আমাদের স্কুল ও মাদ্রাসায় আসতে হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ব্রিজটি পড়ে থাকায় রডে মরিচা পড়ে গেছে সে অবস্থায় ঢালাই দেয়ার সময় হঠাত করে সাটার নিচে পড়ে গেছে। আরো অভিযোগ রয়েছে স্টিল সাটারের পরিবর্তে অনেক স্হানে কাঠ সাটার ব্যবহার করা হয়েছে। এলজিইডি সুত্রে জানাগেছে,, ঠিকাদার ছগির হোসেনের নামে বরগুনা সদর সহ কয়েকটি উপজেলায় ৮ টি ব্রিজের কাজ অসমাপ্ত রয়েছে এবং একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক বাকি রয়েছে, যা ২০২০ সালে কাজ শুরু করা হয়েছে। এলাকাবাসী দ্রুত এই সুযার খেয়াঘাট ব্রিজের কাজ শেষ করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঠিকাদার ছগির হোসেন বলেন, সুজার খেয়াঘাট ব্রিজ আগামী ২ মাসের মধ্যে সমাপ্ত করা হবে। তবে ব্রিজের অ্যাপ্রোসের যায়গায় কয়েকটি ঘড় রয়েছে সেটা অপসারন করতে হবে। বরগুনায় ২৩ টি ব্রিজ পড়ে আছে তারমধ্যে আমার ৬ টি। এ বিষয়ে বরগুনা সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ঠিকাদার ছগির হোসেনের আরো কয়েকটি ব্রিজের কাজ অসমাপ্ত রয়েছে। এ বিষয়ে বরগুনা এল জিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন,ঠিকাদারকে কাজ শুরু করতে বলেছি। জেলায় ২৬ টি ব্রিজের ২৩ টি পড়ে আছে।ঠিকাদারের কার্যাদেশ বাতিল প্রক্রিয়াধীন। বিল তুলে নেওয়া বিষয়ে বলেন, নিয়ম অনুযায়ী টাকা দেওয়া হয়েছে। কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার দিলে বেশি টাকা ব্যয় হবে।