আশাশুনি উপজেলার প্রতাপনগরে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধি মূলক মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত। মঙ্গলবার বিকার ৪ টায় ইউনিয়নের দীঘলার আইট আদর্শ বিদ্যালয় মাঠে মহড়ার আয়োজন করা হহয়।
খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় কারিতাস জার্মানি ও বিএমজেড এর অর্থায়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় ডিআরআর সিসি প্রকল্পের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) সোহরাব হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। কারিতাসের কমিনিটি ফ্যাসিলেটর পুলোকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার প্রতাপনগর ম্যানেজার শেখ কামাল হোসেন। অনুষ্ঠানে দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ সহ স্কুল শিক্ষক শিক্ষার্থী, জন প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।