আগামী ৩ নভেম্বর আশাশুনিতে উপজেলা বিএনপির সমাবেশ সফল করতে যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, আঃ রহিম ছোট, সরদার রুহুল আমিন, ফারুকুজ্জামান ফারুক, আক্তারুজ্জামান, সেকেন্দান আলী বাদশা ও রফিকুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সুজনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আঃ কাদের, শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক আঃ রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম ছরোয়ার লিটন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, এস এম শিমুল হোসেন, ছাত্র দলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, কৃষকদল নেতা অলিউল ইসলাম টুটুল এবং ৫ সংগঠনের সকল ইউনিয়ন আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ৩ নভেম্বরের সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।