ভোলার দৌলতখান উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দৌলতখান এর উদ্যোগে সীরাতুন নবী (স.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৪ দিন ব্যাপি অনুষ্ঠানমালার আওতায় স্কুল, কলেজ, আলিয়া ও কওমী মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ইসলামিক সাংস্কৃতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীদের ৩টি গ্রুপে বিভক্ত করে বিভিন্ন সক ১.ক' গ্রুপ: স্কুল/আলিয়া মাদ্রাসার ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণি ও কওমী মাদ্রাসা সমমানের (তাইসির থেকে নাহবেমীর) ছাত্র-ছাত্রী। ২. খ' গ্রুপ: স্কুল/আলিয়া মাদ্রাসার ৭ম থেকে দশম শ্রেণি ও কওমী মাদ্রাসা সমমানের (হিদায়াতুল্লাহ থেকে শরহে বেকায়াহ) ছাত্র-ছাত্রী। খ' গ্রুপ: বিশ্ববিদ্যালয় এবং আলিয়া ও কওমী মাদ্রাসা (অনার্স) দি এ. মাস্টার্স, আদিম, ঘারিল, কামিল, আললাইন, মেশকাত ও দাওরায়ে হাদিস) সমমানের ছাত্র- ৪. কিরা'আত। 'ক' গ্রুপ। সূরা লাহাব, নাছর ও কাফিরূন (অর্থ সহ)। খ' গ্রুপ: সূরা ফিলঝাল, হুমাযাহ ও কুরিয়াহ (অর্থ সহ)
খ' গ্রুপ। সূরা তাকাছুর, মতিন ও ফীল (অর্থ সহ) (প্রত্যেক গ্রুপের জন্য যেকোনো একটি সূরা)
(১) হিলফুল ফুজুলের আলোকে যুব সমাজের করণীয়। (২) রসূল (স.) এর সামাজিক ও অর্থনৈতিক জীবন। (৩) রসূল (স.) এর শৈশব কাল। (৪) নারীর অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মাদ (স.) এর অবদান। (১০০০ শব্দের মধ্য) ৫. উপস্থিত বক্তৃতা। খ' গ্রুপ: (১) পরমত সহিষ্ণুতায় ইসলামের দৃষ্টিভঙ্গি। (২) প্রতিবেশির হক আদায়ে বিশ্বনবী (স.) এর দৃষ্টান্ত উপস্থাপন।
(৪) সত্যবাদিতায় রসূল (স.) এর শ্রেষ্ঠত্ব।
(৩) রসূল (স.) এর আতিথেয়তা।
(৫) পিতা-মাতার। হক বা অধিকার প্রনয়ণে রসুল (স.) এর ভূমিকা।
(২) মদীনা সনদের আলোকে সুখী-সমৃদ্ধ দেশ গঠনে মহানবী (স.) এর শিক্ষা'।
(৩) সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মুহাম্মাদ (স.) এর ভূমিকা। (১৫০০ শব্দের মধ্যে)।
'গ' গ্রুপ: (১) আত্মশুদ্ধি অর্জনে মুহাম্মাদ (স.) এর আদর্শ। (২) মাদক নির্মূলে ইসলামের নির্দেশনা। (৩) নারী নির্যাতন প্রতিরোধে ইসলামের ভূমিকা। (৪) সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় মুহাম্মাদ (স.) এর ভূমিকা। (৫) সন্ত্রাস দমনে আল-কুরআনের নীতিমালা।
সাংস্কৃতিক প্রতিযোগীতায় মোট ৪১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তন্মধ্যে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে মোট ৪৬ টি পুরস্কার প্রাপ্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী এর সভাপতিত্বে মডেল মসজিদের পেশ ইমাম মুফতি ইমাম মোঃ রেযাউল বুরহানী'র সঞ্চালনায় অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, হাজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মো. মহসিন, দিদারুল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ. মাওঃ আবদুস সামাদ, ছাকিনা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার ও সাধারণ সম্পাদক উপজেলা মডেল মসজিদ, দৌলতখান। আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।