সাকিব অবসর নিতেই তাকে ছাড়িয়ে গেলেন মিরাজ। এক টেস্টেই অলরাউন্ডার র্যাংকিংয়ে প্রথমবার শীর্ষ তিনে দলের নতুন তুরুপের তাস। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে অনেকেই বলে থাকেন মেহেদী হাসান মিরাজের কথা। সেই মিরাজ সাকিব অবসর নেওয়ার এক টেস্ট পরই ছাড়িয়ে গেলেন সাকিবকে। আইসিসি অলরাউন্ডার র্যংকিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার প্রথমবারের মতো উঠে এসেছেন শীর্ষ তিনে। আর তাতে শীর্ষ তিনে জায়গা হারিয়ে সাকিব আল হাসান চলে গেছেন চতুর্থ স্থানে। এদিকে বাংলাদেশের সাথে চট্টগ্রাম টেস্ট খেলতে খেলতেই টেস্টের শীর্ষ বোলার বনে গেছেন কাগিসো রাবাদা। মিরপুর টেস্টে স্পিনারদের সাথে পাল্লা দিয়ে একাই শিকার করেন ৯ উইকেট, আর তাতেই মূলত এই উন্নতি র্যাংকিংয়ে। সেই ম্যাচে ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট শিকারের কীর্তিও গড়েন রাবাদা। এর আগে ২০১৮ সালে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন তিনি, সেবার শীর্ষস্থান ধরে রেখেছিলেন ১ বছর। এবার কতদিন শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকবে, তা-ই দেখার বিষয়। বল হাতে মুড়িমুড়কির মতো উইকেট শিকার করতে থাকা বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম ৩ ধাপ এগিয়ে শীর্ষ বিশে প্রবেশ করেছেন। এ মুহূর্তে তার অবস্থান ১৮তম। মিরাজের উন্নতি হয়েছে ব্যাটিং র্যাংকিংয়েও। ৯ ধাপ এগিয়ে এ মুহূর্তে ৬৩ নম্বরে তার অবস্থান। টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন যথারীতি জো রুট। শীর্ষ বিশে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। টাইগারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থান মুশফিকুর রহিমের, ২৬ নম্বরে থাকা এই ব্যাটার অবশ্য এক ধাপ পিছিয়েছেন। ৫ ধাপ পিছিয়ে লিটন দাস ৩৩তম। শীর্ষ ৪০-এ নেই আর কোনো বাংলাদেশি। বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে ১৮ নম্বরে থাক তাইজুলই সবচেয়ে ভালো অবস্থানে। বাকি ২ ক্যাটাগরিতে উন্নতি হলেও এখানে ২ ধাপ অবনমনে মিরাজের অবস্থান ২১তম। অবসর নেওয়া সাকিব ৩০ নম্বরে রয়েছেন। অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষ দুটি স্থান ভারতীয়দের দখলে। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের পরপরই আছেন মিরাজ, মিরাজের পর সাকিবের নাম। শীর্ষ পাঁচে একমাত্র এশিয়ার বাইরের ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।