আদালতে হাজিরা দেয়ার পর জামিন না মঞ্জুর হয়ে জেল হাজতে যাওয়ায় বগুড়ার গাবতলীতে আসামি পক্ষের লোকজন বাদীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট গাছ কেটে ফলেছে। এতে বাদীর ৭০/৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আবারও বাদী থানায় ২ জনের নামে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা সারিয়াকান্দী পাড়া এলাকায় বসবাসকারী ওবায়দুল ইসলামের স্ত্রী সুমি বেগম অভিযোগে বলেছেন, জমিজমা নিয়ে প্রতিবেশী বানু মিয়ার সাথে বিরোধ চলছিলো। চলতি ২০২৪ সালের ১৬ জুন তার স্বামী ওবায়দুল ইসলাম স্থানীয় নাড়ুয়ামালা হাটে কুরবানির গরু কিনতে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামীরা। এ ঘটনায় সুমি বেগম বাদী হয়ে বগুড়া আদালতে ৪৩৮ সি/২৪ (গাব) একটি মামলা দায়ের করেন। মামলায় বানু মিয়া, তার ছেলে শান্ত ইসলাম সহ ৪ জনকে আসামি করা হয়।
মামলাটি থানা পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করে। আসামি শান্ত ইসলাম ২৯ অক্টোবর ২৪ তারিখে ওই মামলার ধার্য তারিখে আদালতে হাজিরা দিয়ে জামিন চাইলে, আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২৯,১০,২০২৪ তারিখ দূপুর সাড়ে ১২ টায় শান্তর লোকজন বাদী সুমি বেগমের বসতবাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া, ঘরের আসবাবপত্র ভাংচুর, লুটপাট ও গাছ কেটে ৭০/৮০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে সুমি বেগম জানিয়েছেন। এ ঘটনায় সুমি বেগম বাদী হয়ে ঘটনার দিবাগত রাতে গাবতলী মডেল থানায় বানু মিয়া ও তার স্ত্রী শান্তিকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে। থানার দায়িত্বরত কর্মকর্তা অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।