চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে ফলো-অনের শঙ্কা উঁকিঝুঁকি দিচ্ছে বাংলাদেশকে। এখনও দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৩৭ রানে পিছিয়ে টাইগাররা। শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৪ উইকেট। ৬ উইকেটে ৫২৭ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ক্রিজে টিকে থাকা উইয়ান মাল্ডার এবং সেনুরান মুথুসামির জুটিটা আরও বড় হয়েছে চা বিরতির পর। দারুণ সাবলীল ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন মাল্ডার। তার সেঞ্চুরির পরেই ইনিংস ঘোষণা করে দিয়েছে প্রোটিয়ারা। ৬ উইকেটে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ১৫০ বলে ১০৫ রান করে অপরাজিত ছিলেন মাল্ডার। অন্যদিকে মুথুসামি ৭৫ বলে ৬৮ রান করে টিকে ছিলেন। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এছাড়া ১ উইকেট নেন নাহিদ রানা। শেষ বিকেলে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে বাংলাদেশ। টপাটপ ৩ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। সাজঘরে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান এবং সাদমান ইসলাম। ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন সাদমান। জাকির খেলেন ৮ বলে ২ রানের ইনিংস। অন্যদিকে জয় ২১ বলে ১০ রান করে বিদায় নেন। নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে নামা হাসান মাহমুদও টিকতে পারেননি বেশিক্ষণ। ৭ বলে ৩ রান করে কেশব মহারাজের বলে বোল্ড হয়ে আউট হন হাসান। মাত্র ৩২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে দল। শেষমেশ নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক মিলে আর কোনো বিপদ হতে দেননি ৪ উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনও ৫৩৭ রানে পিছিয়ে আছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার হয়ে ২ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ১টি করে উইকেট নেন ডেন পিটারসন এবং কেশব মহারাজ।