জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকার গঠনের দুই মাস পর কুমিল্লার হোমনায় অনুষ্ঠিত হলো মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে মাদক, যানজট, সাম্প্রদায়িক সম্প্রীতি, সড়ক দুর্ঘটনাসহ বর্তমান প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখার বিষয়ে যার যার অবস্থান থেকে সকলের ভূমিকা রাখার মত প্রকাশ করেন বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, ইউএইচএফপিও ডা. আবদুছ ছালাম সিকদার, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য সদস্যবৃন্দ।