বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজনুসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশে নাশকতা ও ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা এলাকায় হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার দুপুরে তিনজনকে আদালতে হাজির করা হলে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক। আগেরদিন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে মজনুর রহমান মজনুকে (৪৬) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
নন্দীগ্রাম পৌর সদরের পুরাতন বাজার এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান (৬৪)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
এদিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম পায়েলকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক মো. নাজমুল হক জানান, উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর স্কুলমাঠে ইউনিয়ন বিএনপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও চাকলমা এলাকায় হামলা-মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে আদালতে প্রেরণ করে পুলিশ।