নওগাঁর রাণীনগরে মুখোশধারীদের মারধরে আবদুল বারিক (৩০) নামে এক যুবদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মুখোধারীরা যুবদল নেতার নিকট থেকে প্রায় দুই লক্ষ টাকা ছিন্তাই করে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবারর রাতে উপজেলার ভেটি-মাধাইমুড়ি সড়কের ছাতার দিঘী নামক এলাকায়। আহত যুবদল নেতা ওই এলাকার অলংকার দিঘী গ্রামের আমজাদ প্রামানিকের ছেলে।
আব্দুল বারিকের স্বজনরা জানান,মঙ্গলবার রাত অনুমান ৮টা নাগাদ এলাকার ভেটি বাজার থেকে হেটে বাড়ী ফিরছিলেন। এ সময় ভেটি মাধাইমুড়ি সড়কের ছাতার দিঘী নামক এলাকায় পৌছলে প্রথমে দুই জন মুখোশধারী তার পথরোধ করে। এরপর আরো তিনজন এসে লোহার রড,স্টিক দিয়ে বেদম মার ধর করে প্রায় দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। স্বজনরা আরো জানান,আব্দুল বারিক জমি কটকবলা রেখে দুই লক্ষ টাকা নিয়ে একাই হেঁটে বাড়ী ফিরছিলেন। এ সময় পথি মধ্যে এঘটনা ঘটে।
কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন,আহত আবদুল বারিক ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তার উপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আনোয়ার হোসেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,রাতেই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি বলে জানান তিনি।