রংপুরের পীরগাছায় জমি নিয়ে দ্বন্দের জের ধরে প্রকাশ্যে দিনের বেলা অস্ত্রশস্ত্র নিয়ে ৬টি বাড়ি ও একটি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার পারুল ইউনিয়নের অভিরাম গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দুটি ঘর মাটির সাথে মিশিয়ে দেন এবং ৪টি বসত ঘরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জর্জরিত করে লুটপাট চালান। এতে মহিলাসহ ৫ জন আহত হন এবং বাকিরা ঘরবাড়ি রেখে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে টিন ব্যবসায়ী আবদুল লতিফ পৈত্রিক জমি নিয়ে প্রতিবেশি খন্দকার আকবার আলীর ছেলে নছির উদ্দিন ও বছির উদ্দিনের দ্বন্দ চলে আসছিলো। দীর্ঘ ৮ বছর এর সুরাহা করতে না পেরে আবদুল লতিফ ওই জমিতে সম্প্রতি দুটি ঘর তোলেন। এ নিয়ে নছির উদ্দিন ও বছির উদ্দিনের নেতৃত্বে শতাধিক ভাড়াটিয়া লোকজন ধারালো অস্ত্র সজ্জিত হয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে আবদুল লতিফ ও তার আশপাশে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালান। এ সময় মাটির সাথে মিশিয়ে দেয়া হয়্ দুটি ঘর ও বাকি ৪টি ঘরের দরজা-জানালা ও চিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়। ঘটনার সময় ভয়ে বাড়ির লোকজন সরে গেলে হামলাকারীরা মহিলাসহ ৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে নুরবানু (৩৮) রোকেয়া বেগম (৩৭) আজিজুল ইসলাম (৩৭) নিলুফা বেগম (৩২) ও সেকেন্দার আলী (৩৮) আহত হন। এদের মধ্যে নুরবানু ও রোকেয়া বেগমকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার, ৫ লাখ টাকা ও একটি দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যান বলে অভিযোগে জানা যান।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, খন্ড খন্ড ঘরের টিন, বাড়ির দরজা-জানালা ও বেড়াতে ধারালো অস্ত্রের আঘাত। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্না করা খাবার। ভিতিকর পরিস্থিতিতে রয়েছেন বাড়ির মহিলারা।
এসময় আবদুল লতিফ, সেকেন্দার আলী বলেন, হামলাকারীরা সবাই আওয়ামী লীগের লোক। ধারালো অস্ত্র নিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে তা খুবই ভয়াবহ। ঘটনার সময় তারা যাকে পেয়েছে তাকেই কুপিয়ে জখম করেছে। তারা লুটপাট করে যাওয়ার সময় নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে গেছে। আবারো তারা চুর্ণবিচূর্ণ ঘরবাড়ি তুলে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী আসলে আমরা বাড়িতে ফিরে আসি। এখন মামলা প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় হামলাকারী কাউকে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।