রংপুরের পীরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় পশ্চিমদেবু আরাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রদর্শনী আয়োজন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো: সানোয়ার মোর্শেদ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, আফজাল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক শরিফা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন তৈয়ুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ইউএনও ও শিক্ষার্থীরা হাত ধোয়ার কলা-কৌশল দেখান এবং স্কুলের সকল শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে সাবান উপহার দেয়া হয়।