রংপুরের পীরগাছায় ক্ষুন্দ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার উপজেলা উপজেলা পরিষদ হলরুমে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হক সুমন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। উপণ্ডসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল লতিফ এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, অ্যাকাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরিষা বীজ ছাড়াও কৃষকদের মাঝে গম, ভূট্টা, সূর্যমূখী, চীনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ ও সার দেয়া হবে। উপজেলার ৯টি ইউনিয়নে মোট ৩ হাজার ৩৪০ জন কৃষক এ প্রণোদনার সুবিধা পাবেন।