‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্ন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা আনন্দ বিশ্বাস, উপণ্ডসহকারী প্রকৌশলী সাব্বির হোসেন, ক্লার্ক-কাম টাইপিস্ট শফিকুর রহমান, মেকানিক জি এম সুমন হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।