নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির টাকা তুলে দেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আওরঙ্গজেব মিঠু, প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৫ শিক্ষার্থীকে বাইসাইকেল এবং প্রথম থেকে দ্বাদশ শ্রেণির ১২০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ৫ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।