নাটোরের সিংড়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা হয়েছে। বুধবার বেলা ১১ টায় পৌরসভা কনফারেন্স হলরুমে এই আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। অনুষ্ঠানে যে কোন প্রসূতি ও অসহায় মানুষ কে স্বেচ্ছায় রক্তদানের ঘোষণা দেয়া হয়।
রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দমদমা পাইলট স্কুল এ- কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউল গনি পলাশ। অনুষ্ঠানে যুবদলের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, শারফুল ইসলাম, শামীম হোসেন, ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক কাউন্সিল মহিদুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, বিএনপি নেতা সাইদুর রহমান সাধু, জেলা স্বেচ্ছাসেবক দলের সব-সভাপতি হিরাদুল ইলাম, সাবেক ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বুলেন, রিয়াদ মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সাইফুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।