কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শিক্ষা অফিসে মঙ্গলবার দিবাগত রাত্রে পিছনের দুটি জানালার গ্রিল ভেঙ্গে অফিসের চারটি আলমিরার তালা ভেঙ্গে চুরেরা কোনো টাকা পায় নি। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত কিছুদিন আগে উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের মেয়াদ উত্তীর্ণ বিল্ডিংয়ের ১৭৬ জন নিলাম ডাকা হয়। এ ১৭৬ জন নিলামের অর্থ নেওয়ার জন্য চুরেরা চুরি করতে এসে কিছুই পায় নি। বাজিতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ প্রতিনিধিকে জানান, থানায় একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে।